ভারী বৃষ্টিপাতের ফলে ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলের রাজ্য রিও ডি জেনিরো রাজ্যে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে কমপক্ষে ৮ জনের প্রাণহানি হয়েছে। এছাড়াও নিখোঁজ রয়েছে অন্তত ১৩ জন। খবর রয়টার্সের।
ব্রাজিলের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থাটির প্রতিবেদনে জানানো হয়েছে, রিও ডি জেনিরোর আটলান্টিক উপকূল বেষ্টিত বিস্তৃত অংশে বৃহৎ ঝড় আঘাত হেনেছে। ঝড় আর প্রবল বৃষ্টিপাতে ভূমিধ্বস হয়ে একাধিক মানুষ প্রাণ হারিয়েছে।
শুক্রবার (১ এপ্রিল) রাতে প্রচণ্ড ঝড়ের কারণে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। পানির তীব্র স্রোতে রাজ্যের অনেক শহরের রাস্তা পানির নিচে তলিয়ে গেছে। বিগত দুইদিন রিও ডি জেনিরোতে প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।।
রিও ডি জেনিরোর পর্যটন শহর আংরা দে রেইসে ভূমিধ্বসের নিচে চাপা পড়ে ৪ বছর বয়সী এক শিশুর প্রাণ হারিয়েছে। অন্য আরেক পর্যটন শহর পারাটিতে ভূমিধ্বসে এক নারী তার পাঁচ সন্তানসহ মারা গেছে। এদিকে মেসকুতা শহরেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে।
আংরা দে রেইসের আবহাওয়া অফিস জানিয়েছে, সর্বশেষ তথ্য অনুযায়ী গেলো ২৪ ঘণ্টায় ওই শহরে ৬৫৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা এর আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।
ব্রাজিলের কংগ্রেস সদস্য মার্সেলো ফ্রেক্সো জানান, আংরা দে রেইস এবং মেসকুতা শহরে ভূমিধ্বসে মৃত্যু হয়েছে আরও দুইজনের। এছাড়াও ভূমিধ্বসের ফলে এখন পর্যন্ত অন্ততপক্ষে ১৩ জন নিখোঁজ রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
বাংলাদেশ জার্নাল/এসএস