পূজার সরকারি বরাদ্দে দুর্নীতি, পরিষদের নেতা বহিষ্কার

স্বাস্থ্য


হবিগঞ্জের আজমিরীগঞ্জে দুর্গাপূজায় ৩৫টি মণ্ডপের জন্য সরকারের দেয়া বরাদ্দের চাল নিয়ে অনিয়ম করার অভিযোগে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে বহিষ্কার করা হয়েছে।

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে শঙ্খ শুভ্র রায় বলেন, শুরুতে দুর্নীতির বিষয়টি জানতে পেরে আমরা তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলাম। কিন্তু তিনি কোনো সারা দেননি।

জানা গেছে, গত দুর্গাপূজায় আজমিরীগঞ্জ উপজেলায় ৩৫টি মণ্ডপের জন্য সরকারি বরাদ্দ আসে ৫০০ কেজি করে মোট ১৭ হাজার ৫০০ কেজি চাল বরাদ্দ আসে। এ চাল বিতরণের ডিও উপকারভোগীদের কাছে হস্তান্তরের আগেই উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ রায় ও তার সহযোগীদের মাধ্যমে বিক্রি করেন।

বাংলাদেশ জার্নাল/আর