পুতিনের শর্ত অনুযায়ী গ্যাসের দাম দিতে রাজি হাঙ্গেরি। বুধবার হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান জানিয়েছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এ বিষয়ে ফোনে দীর্ঘ সময় কথা বলেছেন।
পুতিনের সঙ্গে কথা বলার পর সংবাদ সম্মেলনে এ কথা জানান হাঙ্গেরির প্রধানমন্ত্রী।
তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার তেল ও গ্যাসের ওপর যে নিষেধাজ্ঞা দেয়ার পরিকল্পনা করছে সেটিতে তিনি সায় দেবেন না। তিনি প্রেসিডেন্ট পুতিনের দাবি অনুযায়ী গ্যাসের দাম রুশ মূদ্রা রুবলে দিতে প্রস্তুত আছেন।
ভিক্টর অরবানের দাবি, হাঙ্গেরির স্বার্থে যা করার দরকার তিনি তা ই করছেন। এসময় তিনি আরও জানান, পুতিনকে যুদ্ধবিরতির চুক্তি করতে অনুরোধ জানিয়েছেন তিনি।
হাঙ্গেরিতে একটি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ভিক্টর অরবান আরও জানিয়েছেন, তিনি পুতিনকে বলেছেন পুতিন চাইলে হাঙ্গেরি চলমান সমস্যা নিরসনে শান্তি আলোচনার ব্যবস্থা করতে পারে। যেই আলোচনায় উপস্থিত থাকবেন পুতিন, ইউক্রেনের প্রেসিডেন্ট, জার্মানি চ্যান্সেলর ও ফ্রান্সের প্রেসিডেন্ট।
অরবান জানিয়েছেন, তার এ প্রস্তাবের জবাবে পুতিন বলেছেন, তিনি শান্তি আলোচনায় বসতে রাজি আছেন। তবে এর আগে শর্ত মেনে নিতে হবে। তবে পুতিন কোন শর্তের কথা বলেছেন এ বিষয়টি জানাননি তিনি। সূত্র: বিবিসি
বাংলাদেশ জার্নাল/কেএ