পুকুর খনন করতে গিয়ে মিললো পাথরের মূর্তি

স্বাস্থ্য


কুষ্টিয়ার মিরপুরে ড্রেজার মেশিন দিয়ে পুকুর খনন করার সময় মাটির নিচ থেকে পাথরের মূর্তি পাওয়া গেছে। স্থানীয়দের ধারণা প্রাচীন এই মূর্তিটি বিষ্ণু মূর্তি। পুলিশ জানায় এটির ওজন ৩০ কেজি।

শুক্রবার দুপুরে মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের মন্দির পাড়ার তাহের কমান্ডারের বাড়ির পাশে পুকুর খনন করতে গিয়ে এ মূর্তি উদ্ধার করে স্থানীয়রা।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মস্তফা জানান, দুপুরে কুর্শা এলাকায় তাহের কমান্ডারের বাড়ির পাশে পুকুর খননের সময় একটি পাথরের বিষ্ণু মূর্তি পাওয়া যায়। স্থানীয়দের মতে এটি কষ্টিপাথরের হতে পারে। এটি পরীক্ষা ছাড়া সঠিক ভাবে বলা যাবে না যে, এটি কি পাথরের তৈরি। পুলিশ মূর্তিটি উদ্ধার করেছে। মূর্তিটির ওজন ৩০ কেজি। বর্তমানে মূর্তিটি মিরপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমএস