পিরোজপুরের নাজিরপুরে এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃৃত্যু হয়েছে। ১২ বছর বয়সী স্কুলছাত্রী রিমা তরফদার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ও স্থানীয় গোবর্ধন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রবিন তরফদার ও মনিকা তরফদারের মেয়ে।
রিমার পরিবার পিরোজপুরের শ্রীরামকাঠী ইউনিয়ন পরিষদ সংলগ্ন শৈলন্দ্র নাথ বেপারীর বাড়ির ভাড়াটিয়া। তাদের গ্রামের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের পিঠারাবাদ গ্রামে।
নিহতের মা মনিকা তরফদার জানান, শুক্রবার সকালে সে তার পিতার কাছে অংক করে ভাড়া ঘরের দোতালায় উঠে। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে সে ওই ঘরের দোতালার আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। তাকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানের চিকিৎসক রিমাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা এ মৃত্যুকে রহস্যজনক বলে মনে করছেন। ওই স্কুলছাত্রী তাদের বসতঘরের যে আড়ার সাথে ফাঁস দিয়েছে, তার মায়ের দাবী, সেই আড়ার নিচেই রয়েছে ওই স্কুলছাত্রীর ঘুমানোর একটি খাট। ঘরের আড়া ও খাটের উচ্চতা অনুযায়ী তার মৃত্যুটি রহস্যের সৃষ্টি করেছে স্থানীয়দের মাঝে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মাহিদুল ইসলাম জানান, নিহত স্কুলছাত্রী রিমা তরফদারের ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
বাংলাদেশ জার্নাল/ টিটি