পিরোজপুরে পুলিশের ই-ট্রাফিক ও ফাইন ম্যানেজমেন্ট সিস্টেম চালু

স্বাস্থ্য


পুলিশের ই ট্রাফিক প্রসিকিউশন ও ফাইন ম্যানেজমেন্ট সিস্টেম চালু হয়েছে পিরোজপুরে। এ সিস্টেমের মাধ্যমে তাৎক্ষনিক ভাবে ট্রাফিক পুলিশ ত্রুটিপূর্ণ গাড়ি কিংবা চালককে জরিমানা করতে পারবে৷

বৃহস্পতিবার পিরোজপুর সদর উপজেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে পুলিশ সুপার মো. সাঈদুর রহমান প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদসহ অন্যান্য পুলিশের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

চলমান ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি পুলিশের কার্যক্রমে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা আসবে এমন আশা উচ্চ পদস্থ মহলের৷ গাড়ির মালিক ও চালকরা তাদের জরিমানাকৃত টাকা ইউসিবি ব্যাংক-এর মাধ্যমে পরিশোধ করতে পারবে বলে জানান তারা।

বাংলাদেশ জার্নাল/কেএ