দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে শনিবার (১৬ এপ্রিল) রাতে। এদিন দেশে ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়ে এই রেকর্ড হয়।
মাত্র পাঁচদিন আগে ১২ এপ্রিল দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড করা হয়েছিলো ১৪ হাজার ৪২৩ মেগাওয়াট। পাচদিনের ব্যবধানে উৎপাদন বেড়েছে ৩৫৯ মেগাওয়াট।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে শনিবার রাতেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে আজ রাতে। এই সময়ে দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল মাত্র ৩ হাজার ২৬৮ মেগাওয়াট। সেখান থেকেই আজকের অবস্থানে আমরা। বিদ্যুৎ বিভাগ দেশের চাহিদা অনুযায়ী সর্বদা বিদ্যুৎ সরবরাহের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
বাংলাদেশ জার্নাল/এসএস