নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চ ডুবির ঘটনার ৪ দিন পর যাত্রী সেবায় চালু হলো এস.টি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত নামের সি-ট্রাক সার্ভিস।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩ টায় ৫০ জন যাত্রী নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় সি-ট্রাকটি। এর আগে দুপুর ২ টায় ২৫ জন যাত্রী নিয়ে মুন্সীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। এতে সময় লাগে প্রায় ৪৫ মিনিট।
তবে কতো ঘণ্টা পরপর সি-ট্রাকটি যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ টু মুন্সীগঞ্জ ছেড়ে যাবে তা এখনো নির্ধারণ করেনি বিআইডব্লিউটিসি।
বিআইডব্লিউটিসি নারায়ণগঞ্জ অঞ্চলের এজিএম শেখ ফিরোজ বলেন, পরীক্ষামূলকভাবে যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে আজ থেকে নারায়ণগঞ্জ টু মুন্সীগঞ্জ নৌ রুটে সি-ট্রাক সার্ভিসটি চালু করা হয়েছে। এর মাধ্যমে একসাথে দুই থেকে তিনশ জন যাত্রী নিয়ে এ রুটে যাতায়াত করতে পারবে। এতে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা।
তবে যাত্রীরা বলছেন ভিন্ন কথা। তারা বলেন, এর আগে লঞ্চ ভাড়া ছিল ৩০ টাকা। সি-ট্রাক ভাড়া ৪০ টাকা আর এতে সময়ও লঞ্চের চেয়ে বেশি।
এদিকে শীতলক্ষ্যায় লঞ্চ ডুবির ঘটনায় ২০ তারিখ থেকে মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ রুটে লঞ্চ চলাচল বন্ধ করে বিআইডব্লিউটিএ।
বাংলাদেশ জার্নাল/এমজে