পদত্যাগ নয়, শেষ পর্যন্ত লড়বেন ইমরান খান

স্বাস্থ্য


পদত্যাগ করবেন না। শেষ পর্যন্ত লড়বেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বিরোধীদলীয় আইন প্রণেতারা অনাস্থা প্রস্তাব আনলেও নিজ দলীয় সরকারের কর্তৃত্ব বজায় রাখতে অনড় তিনি।

বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এ কথা জানিয়েছেন ইমরান খান।

তিনি সাফ জানিয়ে দিয়েছেন শেষ অবধি লড়াই করবেন। ইমরান খান বলেন, আমি পদত্যাগ করবো না, শেষ বল পর্যন্ত লড়াই করবো।

ভাষণে অনাস্থা প্রস্তাবকে বিরোধী দলীয় চক্রান্ত উল্লেখ করে ইমরান খান বলেন, বিদেশি হুকুমের সামনে মাথা নত করতে অস্বীকৃতি জানানোর কারণেই এই সংকটের উদয় হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বাংলাদেশ জার্নাল/আরকে