রাশিয়ার অভিজ্ঞ অর্থনৈতিক সংস্কারক, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরিবেশ বিষয়ক দূত আনাতোলি চুবাইস পদত্যাগ করেছেন। পদত্যাগের পর তিনি রাশিয়াও ছেড়েছেন।
বুধবার দুটি সূত্রের বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, ইউক্রেনে প্রায় এক মাস আগে সামরিক অভিযানের পর এটাই প্রথম কোনো রুশ শীর্ষ কর্মকর্তার ক্রেমলিনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘটনা।
ইউক্রেন যুদ্ধের কারণেই চুবাইস পদত্যাগ করেন বলে ব্লুমবার্গ ও রয়টার্স চুবাইসের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে। তিনি রাশিয়া ছেড়েছেন এবং তার রাশিয়া ফেরার কোনো ইচ্ছা নেই বলে একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে।
১৯৯০ দশকে বরিস ইয়েলৎসিনের অর্থনৈতিক সংস্কারের গুরুত্বপূর্ণ রূপকারদের একজন ছিলেন চুবাইস। প্রেসিডেন্ট হওয়ার আগে পুতিন যখন ক্রেমলিনে দায়িত্ব পালন করেন তখন তার ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তিনি। পুতিন ক্ষমতায় আসলে তার অধীনে চুবাইস রাষ্ট্রীয় বড় বড় বাণিজ্যিক বিষয় পরিচালনা করেন এবং রাজনৈতিক দায়িত্ব পালন অব্যাহত রাখেন।
এ সময় তিনি রাশিয়ার ন্যানোটেকনোলজি কোম্পানি রুশন্যানোর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি ক্রেমলিনের আন্তর্জাতিক সংস্থায় বিশেষ দূত হিসেবে নিয়োগ পান।
বাংলাদেশ জার্নাল/কেএ