নেত্রকোণার মদনে বাস চাপায় সাদেকুল ইসলাম নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে নেত্রকোণা-মদন সড়কে উপজেলার মৈদাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাদেকুল ইসলাম মোহনগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান। তার বাড়ি খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুর গ্রামে।
সাদেকুলের বন্ধু মদনের হাসকুড়ি মৈদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম এ মোতালিব বলেন, মঙ্গলবার বিকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে সাদিকুল নেত্রকোণায় যাচ্ছিলেন। সন্ধ্যায় নেত্রকোণাগামী মমি-ববি পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।
সাদেকুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাদেকুল নেত্রকোণা রাষ্ট্রবিজ্ঞান সমিতির মোহনগঞ্জ শাখার সভাপতি ছিলেন।
তার অকাল প্রয়াণে নেত্রকোণা রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক ননী গোপাল সরকার শোক প্রকাশ করেছেন।
বাংলাদেশ জার্নাল/ওএফ