‘ঘটনা সত্য’ শিরোনামের একটি নাটকে প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধিতা সম্পর্কে ‘নেতিবাচক’ শব্দ ব্যবহার করায় অভিনেতা আফরান নিশো ও অভিনেত্রী মেহ্জাবীন চৌধুরীসহ ছয়জনের বিরুদ্ধে করা মামলার সত্যতা পায়নি তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এমন ঘটনার সত্যতা খুঁজে না পাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতির সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা পিবিআই’র পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) নূরুননবী সরকার। গত রোববার (২০ মার্চ) আদালত সূত্রে প্রতিবেদন দাখিলের বিষয়টি জানা গেছে।
আদালত সূত্রে জানা যায়, গত ২ মার্চ ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত সংস্থা পিবিআই। ১৬ মার্চ মামলাটির তারিখ ধার্য ছিল। ওইদিন এ প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দাখিল করার জন্য সময়ের আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী। পরবর্তীতে আদালত ২৮ এপ্রিল নারাজি দাখিলের তারিখ ধার্য করেছেন।
এর আগে ২০২১ সালের ১১ আগস্ট ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আবু বকর ছিদ্দিকীর আদালতে পৃথক দুটি মামলা করেন প্রতিবন্ধী অধিকারকর্মী বশির আল হোসাইন। আদালত শুনানি শেষে মামলা দুটি পিআইবিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।
মামলাটি করা হয় ‘ঘটনা সত্য’ নামের একটি নাটক নিয়ে, যা চ্যানেল আইয়ের ঈদুল আজহার আয়োজনে ২৩ জুলাই প্রচার করা হয়েছিল। মামলার আসামিরা হলেন অভিনেতা আফরান নিশো, অভিনেত্রী মেহ্জাবীন চৌধুরী, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তাপ্রধান শাইখ সিরাজ, নাটকের চিত্রনাট্যকার মঈনুল সানু ও পরিচালক রুবেল হাসান।
সেই মামলার অভিযোগে বলা হয়, ‘ঘটনা সত্য’ নাটকে দেখানো সংলাপে প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের বাবা-মা এবং পরিবারকে ‘ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হয়েছে।’
বাংলাদেশ জার্নাল/এমএম/আইএন