নিত্যপণ্যের দামের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির প্রতীকী অনশন

স্বাস্থ্য


নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে মিরসরাই উপজেলা, মিরসরাই পৌরসভা ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়েছে ।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রাম মিরসরাই উপজেলা বিএনপির সদস্য শাহীনুল ইসলাম স্বপনের সঞ্চালনায় বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সিনিয়র সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন।

অনশন কর্মসুচিতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য এম এইস লাভলু চৌধুরী,মেজবাউল হক মানিক, মাসুকুল আলম সোহান, হিগুলি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সদস্য নজরুল ইসলাম লিটন, বিএনপি নেতা মোস্তফা চৌধুরী, ফরিদুল ইসলাম, মোস্তফা মিয়া, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামালউদ্দিন প্রমুখ।


বাংলাদেশ জার্নাল/ওএফ