নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাপায় এক পথচারীর নিহত হয়েছেন।
বুধবার রাত ১০টার দিকে উপজেলার কাঁচপুর এলাকার চাঁদমহল সিনেমা হলের বিপরীত পাশে এ ঘটনা ঘটে।
নিহত পথচারীরর নাম মজিবুর রহমান, তিনি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার শেওরাতলী এলাকার মৃত জিতু মিয়ার ছেলে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ সাজ্জাদ করিম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাপায় ঘটনাস্থলেই ওই পথচারীর মৃত্যু হয়। গাড়িটি জব্দের চেষ্টা করছি।
তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ জার্নাল/ওএফ