নতুন এমপিওভুক্ত হলেন আরও ১৬১ শিক্ষক-কর্মচারী

স্বাস্থ্য


আরও ১৬১ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করা হয়েছে। এদের মধ্যে এইচএসসি বিএম শিক্ষাক্রমের ১৩২ জন, ভোকেশনাল শিক্ষাক্রমের ২৬ জন ও বিভিন্ন কৃষি ডিপ্লোমা প্রতিষ্ঠানে কর্মরত ৩০ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। সোমবার কারিগরি শিক্ষা অধিদপ্তর এ বিষয়ে আদেশ জারি করে।

এমপিও অনুমোদন কমিটির ১৮তম সভার সিদ্ধান্তের আলোকে কারিগরি শিক্ষা অধিদপ্তর এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করা হয়েছে বলেও জানানো হয়।

জানা গেছে, নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষকদের মধ্যে ২০১৯ সালে এমপিওভুক্ত হওয়া প্রতিষ্ঠানের শিক্ষক ও নতুন শিক্ষকরা রয়েছেন। নতুন শিক্ষকদের এমপিও মার্চ মাস থেকে কার্যকর হবে। আর ২০১৯ সালে এমপিওভুক্ত হওয়া প্রতিষ্ঠানের শিক্ষকদের এমপিও ওই বছরের জুলাই মাস থেকে কার্যকর হবে।

বাংলাদেশ জার্নাল/একে/এমএস