লালমনিরহাটে নিখোঁজের একদিন পর ধরলা নদী থেকে সজীব ইসলাম (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকেলে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ধরলা নদীর চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে মোগলহাট এলাকায় বন্ধুদের সাথে ধরলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন সজীব। সজীব ইসলাম লালমনিরহাট শহরের সাপ্টানা এলাকার শফিকুল ইসলামের একমাত্র ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে সজীব ইসলামসহ ১১ জন যুবক ধরলা নদীতে মোগলহাট এলাকায় গোসল করতে যান। নদীতে প্রবল স্রোত থাকায় পানিতে তলিয়ে নিখোঁজ হন যুবক সজীব। বাকি বন্ধুরা নদীর তীরে উঠলেও খোঁজ মেলেনি তার। খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসের দুই সদস্যের একটি ডুবুরিদল অনেক চেষ্টা করেও তার সন্ধান মেলাতে পারেনি।
বুধবার বিকেলে ওই এলাকার ধরলা চরে নিখোঁজ সজীবের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
লালমনিরহাট সদর থানার ওসি শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ জার্নাল/এসকে