দেশে দুর্নীতি বেড়ে গেছে: জাফরুল্লাহ

স্বাস্থ্য


দেশের সকল ক্ষেত্রে দুর্নীতি, জুলুম ও নির্যাতন বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্ট্রি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতি আয়োজিত ‘গার্মেন্টস শ্রমিকদের গণতান্ত্রিক ও মানবিক অধিকার নিশ্চিতের দাবিতে’ এক মানববন্ধন কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে রাস্তায় থাকা ছাড়া কোনো বিকল্প নেই। কারণ সরকারের দুর্নীতির কারণে আজকে শ্রমিকের প্লেটে খাবার নাই। কৃষকের খাবার জোটে না।

বর্তমানে রেশনিং ব্যবস্থার কোনো বিকল্প নেই মন্তব্য করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, দুই কোটি নাগরিককে প্রত্যেক সপ্তাহে রেশনিং দিতে হবে। আর সেখানে যেন দুর্নীতি না হয় তার জন্য সর্বদলীয় কমিটি গঠন করতে হবে।

শ্রমিকদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, রাস্তায় থাকা ছাড়া কোনো বিকল্প নেই। আন্দোলন চালু রাখতে হবে। আর আমার শরীর যতই খারাপ হোক- আমি আপনাদের সঙ্গে আছি। সম্মিলিতভাবে আমরা এ দুঃশাসন থেকে জনগণকে মুক্ত করবো।

দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না মন্তব্য করে ডা. জাফরুল্লাহ বলেন, নিরপেক্ষ সরকার, জাতীয় সরকার ও সর্বদলীয় সরকার বলেন না কেনো-নতুন আইন করে গরিবের ভাগ্য নিশ্চিত করতে না পারলে দেশ টিকবে না।

মাহমুদ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।

বাংলাদেশ জার্নাল/কেএস/এমজে