sundori

তেলেঙ্গানা সুন্দরী ফেমিনা মিস ইন্ডিয়ার মুকুট জিতলেন

বিনোদন

ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২০-এর মুকুট উঠলো তেলেঙ্গানার ইঞ্জিনিয়ার মানসা বারাণসীর মাথায়। মুম্বাইয়ে গতকাল বুধবার আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে বেছে নেওয়া হল ভারতের সেরা তিন সুন্দরীকে। তারাই ভারতের প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক মঞ্চের সৌন্দর্য প্রতিযোগিতায়।

এদিন, হরিয়ানার মেয়ে মনিকা শেওকান্দ-এর মাথায় উঠেছে ফেমিনা মিস গ্র্যান্ড ইন্ডিয়া ২০২০-র তাজ, অপরদিকে উত্তর প্রদেশের মান্যা সিংয়ের ঝুলিতে গেছে রানার-আপের খেতাব। তাদের বেছে নিলেন নেহা ধুপিয়া, চিত্রাঙ্গদা সিং, পুলকিত সম্রাট এবং বিখ্যাত ফ্যাশন ডিজাইনার জুটি ফাল্গুনি ও শেন পিকক।

শুধু সৌন্দর্য নয়,বরাবরের মতো নিজেদের বুদ্ধিমত্তা দিয়েও বিচারকদের মন জিততে হয়েছে এই সুন্দরীদের। উল্লেখ্য, ২০১৯ সালের মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডের খেতাব জিতেছিলেন সুমন রাও। সেই বছর ডিসেম্বরে অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় তৃতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়  এইবারে ফেমিনা সুন্দরীকে।