তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে সাবেক বিচারপতির নাম দিলো ইমরান

স্বাস্থ্য


পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দেশটির সাবেক প্রধান বিচারপতি গুলজার আহমেদের নাম প্রস্তাব করেছেন বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে জানা গেছে এমন তথ্য।

পাক প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে পাঠানো এক চিঠিতে ইমরান খান জানিয়েছেন, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি (অব.) গুলজার আহমেদে নিয়োগের জন্য নাম প্রস্তাব করছি।

পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দেয়ার পর দেশটিতে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে
তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগের জন্য পরামর্শ চেয়ে দেশটির প্রেসিডেন্ট বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান ও সংসদের বিরোধী দলীয় নেতা শাহবাজ শরিফের কাছে চিঠি দেন।

পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে যাওয়ায় দেশটির সংবিধানের ২২৪ অনুচ্ছেদ অনুযায়ী, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত সর্বোচ্চ দুই সপ্তাহ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান।

অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে বিচারপতি গুলজার আহমেদের নাম প্রস্তাব করা নিয়ে পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী বলেন, দলের কেন্দ্রীয় কমিটির অনুমোদন নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন ইমরান খান।

বাংলাদেশ জার্নাল/এসএস