ঢাকা সিএমএইচের নার্সিং মেসে অগ্নিকাণ্ড

স্বাস্থ্য


ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নার্সিং ইনস্টিটিউটের মেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৭ মার্চ) সকাল পৌনে ৯ টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম আগুন লাগার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, রোববার সকাল পৌনে ৯টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল পৌনে ১০টার মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।

আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানানো সম্ভব হয়নি।

বাংলাদেশ জার্নাল/এসএস