ডিআরইউ ব্যাডমিন্টনের পুরুষ এককের ফাইনালে মাসুম-হাবীব

স্বাস্থ্য


প্রাণ গ্লুকোজ-ডি ডিআরইউ স্বাধীনতা দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষ এককের ফাইনালে উঠেছেন চ্যানেল আই’র তারিকুল ইসলাম মাসুম ও একাত্তর টিভির হাবীব রহমান।

রোববার এ গ্রুপের সেমিফাইনালে একাত্তর টিভির হাবীব রহমানের কাছে পরাজিত হোন অবজারভারের মামুনুর রশীদ। তুমুল উত্তেজনাপূর্ণ দ্বিতীয় সেমিফাইনালে চ্যানেল আই’র তারিকুল ইসলাম মাসুমের কাছে পরাজিত হন এশিয়ান টিভির রকিবুল ইসলাম মানিক।

স্বাধীনতা দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্টের তৃতীয় দিনে পুরুষ দ্বৈতে ‘গ্রুপ-এ’ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছেন তারিকুল ইসলাম মাসুম-সাব্বির আহম্মেদ জুটি।

অপর দিকে কোয়ার্টার ফাইনালে উঠেছেন এশিয়ান টিভির রকিবুল ইসলাম মানিক ও সময়ের আলোর রফিক রাফি, ভোরের আকাশের শামীম আহমেদ ও মাহমুদুন্নবী চঞ্চল, আজকালের খবরের জাকির হোসেন, বিজনেস স্ট্যান্ডার্ডের শাহীন হাওলাদার, বাংলাদেশ প্রতিদিনের মো. শামীম আহমেদ ও রফিকুল ইসলাম এবং একাত্তর টিভির হাবীব রহমান ও জেমসন মাহবুব জুটি।

সেই সাথে প্রি-কোয়ার্টারে উঠেছেন জার্মান নিউজ এজেন্সি, ডিপিএ’র নজরুল ইসলাম মিঠু ও ইন্ডিপেন্ডেন্টের মো. আবু জাকির এবং ইনকিলাবের মাইনুল হাসান সোহেল ও নয়া দিগন্তের জসিম উদ্দিন জুটি।

আজ পুরুষ দ্বৈতের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। একইসঙ্গে নারী এককের খেলাও অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্ট সময়ে উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব। এছাড়া কার্যনির্বাহী কমিটি ও ক্রীড়া উপ-কমিটির সদস্য সচিব তানভীর আহমেদ এবং সদস্য রকিবুল ইসলাম মানিক।

টুর্নামেন্টের সার্বিক ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করছেন সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ও লেভেল-২ সার্টিফাইড কোচ এনায়েত উল্লাহ খান এবং সাবেক খেলোয়াড় ও ব্যাডমিন্টন রেফারি মো. শাহেদুর জাহান (শুভ্র) ও কবীর আহমেদ।

বাংলাদেশ জার্নাল/কেএস/এমজে