টাঙ্গাইলের কালিহাতী এলাকায় ট্রাকচাপায় স্বাধীন (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার বিনোদ লুহুরিয়ায় নিউ ধলেশ্বরী নদী ঘাটের কাঁচা সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্বাধীন একই উপজেলার মহেষপুর গ্রামের কামাল ছেলে। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ জার্নাল/কেএ