টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

স্বাস্থ্য


টঙ্গীতে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর।

বুধবার বিকেলে পূর্ব আরিচপুর বউবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের পরনে জিন্সের প্যান্ট এবং লাল-হলুদের স্ট্রাইপের ফুল হাতা গেঞ্জি ছিল।

জংশন রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নূর মোহাম্মদ জানান, ঢাকাগামী আন্তঃনগর চট্টলা এক্সপ্রেস টেনের নিচে পড়ে অজ্ঞাত যুবক মাথায় গুরুতর জখম হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ব্যাপারে ঢাকা রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে