টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

স্বাস্থ্য


টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে সোমবার সকালে এক যুবক (৩০) নিহত হয়েছেন। তার পরিচয় জানা যায়নি। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ি এস আই নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার সকাল দশটার দিকে রেল পথ পার হওয়ার সময় টঙ্গীর রেলওয়ে পুলিশ ফাঁড়ির দক্ষিণে বেলতলা মসজিদের পাশে ঢাকাগামী ভাওয়াল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ জার্নাল/ওএফ