জয়পুরহাট জেলা গণফোরামের সভাপতি রশীদ, সম্পাদক কবির

স্বাস্থ্য


গণফোরামের একাংশের জয়পুরহাট জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের সম্মতিতে জয়পুরহাট নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। মামুনুর রশীদকে সভাপতি ও হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক করে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দেয়া হয় সম্মেলনে।

বৃহস্পতিবার জয়পুরহাট সদর উপজেলা মিলনায়তনে গণফোরাম জয়পুরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে নেতা কর্মীদেরকে উদ্দেশ্য করে গণফোরাম একাংশের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেন, জনগণের মুখে হাসি ফুটাতে বর্তমান সরকারের বিদায়ের কোন বিকল্প নেই। তাই গণফোরাম সকল গণতন্ত্রমনা মুক্তিযুদ্ধের সত্যিকার চেতনায় বিশ্বাসী দল নিয়ে বৃহত্তর আন্দোলনের মধ্যে দিয়ে গণবিরোধী সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।

তিনি বলেন, ব্যাংক লুটপাট করা হচ্ছে। কিন্তু কোন বিচার হচ্ছে না। বাংলাদেশ ব্যাংক লুট হয় মামলা হয় না, হাজার হাজার কোটি টাকার ঋণখেলাপি আছে, কিন্তু বিচারের আওতায় আনা হয় না। শুধু উন্নয়নের গল্প শোনানো হয় কিন্তু এতো লুটপাট হয়- কোন বিচার হয় না। আর এদেশের মানুষের কষ্টার্জিত উপার্জনের টাকা পাচার করা হচ্ছে রাষ্ট্র ক্ষমতা অপব্যবহার করে।

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে মন্টু বলেন, জনগণ আপনাদের ছেড়ে দেবে না। তাই আকাশে বাতাসে উড়োচিঠির মতো আবোল-তাবোল বলবেন না। সাধারণ জনগণ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জীবন ওষ্ঠাগত, তখন আপনারা কিভাবে নির্লজ্জের মতো মিথ্যাচার করছেন- বাজার আপনাদের নিয়ন্ত্রণে আছে।

জয়পুরহাট জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিনুর রহমান খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন গণফোরাম নির্বাহী সভাপতি মহসীন রশিদ, সভাপতি পরিষদ সদস্য অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা হাসান, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, কেন্দ্রীয় কমিটির সদস্য শ্যামল কান্তি দাস প্রমুখ।

বাংলাদেশ জার্নাল/কেএস/এমএস