জয়পুরহাটে সপ্তাহব্যাপী শুরু হয়েছে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের কালেক্টরেট মাঠে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শফিকুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোসফেকুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, জেলা মহিলা আ. লীগের সভাপতি শাম্মীম আজিজ সাজ, সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরীসহ অন্যান্যরা।
জানা গেছে, মেলায় বিভিন্ন ধরনের ৭৯টি স্টল বসেছে। এতে অংশ নিয়েছে সরকারি দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন।
এ মেলার মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের ৫০ বছরের সাফল্য ও অর্জনকে তুলে ধরা হবে। এছাড়া বিভিন্ন উদ্ভাবনী মেলায় প্রদর্শন করা হবে।
মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিযোগীতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে।
বাংলাদেশ জার্নাল/ওএফ