জরুরি সেবায় কল, গহীন পাহাড় থেকে ৮ শিক্ষার্থী উদ্ধার

স্বাস্থ্য


জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল পেয়ে চট্টগ্রামের বাঁশখালীর গহীন পাহাড় থেকে পথহারা আট স্কুল শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। পরে তাদের সবাইকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গহীন পাহাড়ের বিভিন্ন জায়গায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে সোমবার বেলা ১২টা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতরা হলেন- শহীদুল ইসলাম, জিয়াউর রহমান, পারভেজ আলম, শাহাদাত হোসেন, আতাউর রহমান, আবদুর রহিম, হাবিবুল ইসলাম ও নাফিজুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দীন জানান, ওই ৮ শিক্ষার্থী গহীন পাহাড়ে বেড়াতে গিয়ে পথ হারিয়ে ফেলে। পরে তাদের একজন জরুরি ৯৯৯ নাম্বারে কল দিলে তাদের উদ্ধারে পুলিশ সেখানে যায়। তিন ঘণ্টাব্যাপী অভিযান শেষে পুলিশ গহীন পাহাড় থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি আরও জানান, উদ্ধারের পর তাদের সবাইকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/কেএ