জমি নিয়ে বিরোধে মাদ্রাসায় তালা!

স্বাস্থ্য


ময়মনসিংহ সদর উপজেলা মধ্য বাড়েরায় একটি মাদ্রাসার ভবন নির্মাণের জমি নিয়ে বিরোধে মাদ্রাসায় অফিস ও শ্রেণিকক্ষে তালা লাগিয়ে দিয়েছে স্থানীয় প্রভাবশালী একটি মহল।

রোববার সকালে আল কারীমূল বারী রহমানিয়া দাখিল মাদ্রাসায় এই ঘটনা ঘটে। সকালে শিক্ষার্থীরা মাদ্রাসায় গিয়ে অফিস কক্ষ একাধিক শ্রেণিকক্ষে তালাবদ্ধ দেখতে পেয়ে ক্লাস না করে ফিরে যায়। এতে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থী ও অভিবাবকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলা মধ্য বাড়েরায় ১৯৯৮ সালে আলকারীমূল বারী রাহমানিয়া দাখিল প্রতিষ্ঠিত হয়। যার পাশে রয়েছে একটি মসজিদ এবং ঈদগাহ মাঠ। সম্প্রতি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে এই মাদ্রাসায় নতুন একটি চার তলা ভবন নির্মাণের অনুমোদন হয়।

গত কয়েক সপ্তাহ আগে ভবন নির্মাণের কাজ শুরু হলে স্থানীয় কতিপয় প্রভাবশালী মসজিদ ও ঈদগাহ মাঠের জায়গায় ভবন নির্মাণ করা হচ্ছে অভিযোগ তুলে বাধা প্রদান করে। বিভিন্ন নির্মাণসামগ্রী; ইট, সাদাবালু, লাল বালু, সিমেন্ট পাশ্ববর্তী পুকুরে ফেলে দেয়। সেইসাথে ভবনের জন্য খননকৃত বেইজ মাটি দিয়ে ভরাট করে ফেলে। স্থানীয় প্রভাবশালীরা নানাভাবে মাদ্রাসা ভবন নির্মাণে বাধা প্রদান করে আসছিল।

এ বিষয়ে আল কারীমূল বারী রহমানিয়া দাখিল মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ শাহাব উদ্দিন জানান, প্রতিদিনের ন্যায় আজ সকাল ১০টায় শিক্ষাথী এবং শিক্ষকরা মাদ্রাসায় আসেন। এর কিছুক্ষণ পর স্থানীয় প্রভাবশালী শামছুন্নাহান সিদ্দিকা, মো. হেলাল উদ্দিন, খোরদেশ আলম খোকন, মানিক মিয়া, হারুরুন রশিদ, শফিউল আলম সিদ্দিকী, আকরাম হোসেনসহ অজ্ঞাতনামা ১০/১৫ জন দেশীয় অস্ত্রসহ এসে আমাদের বের করে দিয়ে অফিসকক্ষসহ কয়েকটি কক্ষে তালা ঝুলিয়ে দেয়। মাদ্রাসার শিক্ষকদের নানাপ্রকার হুমকি দেন তারা। সেইসাথে জানালা ও দরজায় এলোপাতাড়ি ভাঙচুর চালায়।

তিনি আরও জানান, বিষয়টি কমিটির লোকজনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এই বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্ততি চলছে।

মাদ্রাসাকক্ষে তালা লাগানোর বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত শফিউল আলম সিদ্দিকী বলেন, কে বা কারা মাদ্রাসায় তালা ঝুলিয়েছে তা আমার জানা নেই। তবে মাদ্রাসার নতুন ৪তলা ভবন নির্মাণের কাজ শুরু হয় কয়েকদিন ধরে। ভবন নির্মাণের জায়গা নিয়ে পাল্টা-পাল্টি মামলা হয়েছে আদালতে।

বাংলাদেশ জার্নাল/এসকে