চৌগাছায় তুচ্ছ ঘটনায় ২ ভাইকে হত্যা

স্বাস্থ্য


যশোরের চৌগাছায় তুচ্ছ ঘটনার যের ধরে শ্রমিকদের হামলায় আপন দুই ভাই নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের টেঙ্গুরপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন, টেঙ্গুরপুর গ্রামের আব্দুর রহমানের দুই ছেলে ইউনুস আলী খান (৬০) ও আইয়ুব আলী খান (৫৫)। নিহত দুই সহোদরই কৃষক।

জানা গেছে, চৌগাছার টেঙ্গুরপুর গ্রামের বিপুল ও বিল্লালসহ তারা তিন ভাই নিহতদের বাড়িতে শ্রমিকের কাজ করতো। বৃহস্পতিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই তিন ভাইসহ কয়েকজন মিলে এ হামলা করে। এ সময় আক্রমণকারীদের ধারালো কুড়ালের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই ভাইয়ের।

জোড়া হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষদের হামলায় আঘাতে দুই ভাই নিহত হয়েছে। মৃতদেহ উদ্ধার ও ঘটনায় জড়িতদের আটকে পুলিশ কাজ শুরু করেছে।

বাংলাদেশ জার্নাল/কেএ