এক চোর একটি দোকান থেকে একটি শাড়ি চুরি করে দ্বিতীয় দিন আবার সেই দোকানে এসে ধরা পড়ে-
দোকানদার: তোমার সাহস তো কম না, গতকাল শাড়ি চুরি করে আজ আবার এসেছো চুরি করতে?
চোর: না, আমি চুরি করতে আসি নাই।
দোকানদার: তবে কেন এসেছো?
চোর: আমি গতকাল যে শাড়িটা নিয়েছিলাম, তা আমার বউয়ের পছন্দ হয় নাই। তাই আজ এসেছিলাম শাড়িটা বদলাতে।