ভারতের ইন্টারগ্লোব এভিয়েশনের ডিব্রুগড়-নয়াদিল্লির ফ্লাইটে এক যাত্রীর ফোনে আগুন ধরে গেছে।
দিল্লিভিত্তিক চ্যানেল এনডিটিভি বৃহস্পতিবার এমন খবর জানিয়েছে।
তবে এ আগুনে বিমানে মারাত্মক কোনো ক্ষতি হয়নি। কর্তব্যরত কেবিন ক্রুরা তাৎক্ষণিকভাবে অগ্নিনির্বাপক যন্ত্রের মাধ্যমে আগুন নেভাতে সক্ষম হন।
এ বিষয়ে দেশটির বেসামরিক বিমান কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, এ আগুন লাগার ঘটনায় কেবিন ক্রু কিংবা যাত্রীদের কেউ আহত হননি। আগুন ধরার সঙ্গে সঙ্গে তা নিভিয়ে ফেলা হয়েছে।
জানা গেছে, ৬ই ২০৩৭ ফ্লাইটটি ডিব্রুগড় থেকে দিল্লির দিকে যাচ্ছিল, তখন কেবিন ক্রুরা দেখতে পান, এক যাত্রীর ফোনে আগুন ধরে গেছে এবং সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে।
বাংলাদেশ জার্নাল/কেএ