চট্টগ্রামে ‘জঙ্গি’ সদস্য গ্রেপ্তার

স্বাস্থ্য


চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে উগ্রবাদী লিফলেট ও বইসহ বিভিন্ন আলামত জব্দ করা হয় বলে জানানো হয়েছে।

শনিবার সন্ধ্যায় এ তথ্য জানান র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। গতকাল শুক্রবার রাতে তাকে চট্টগ্রামের হাটহাজারী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আনসার আল ইসলামের ওই সদস্যের নাম ওমর ফারক (২১)। তিনি হাটহাজারী উপজেলার তৈয়াবিয়া পাড়া গ্রামের মো. জানে আলমের ছেলে।

র‍্যাব কর্মকর্তা নূরুল আবছার বলেন, আমাদের কাছে গোপন তথ্য ছিলো যে, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সক্রিয় উগ্রপন্থী সদস্য তাদের সংগঠনের দাওয়াতি কার্যক্রম পরিচালনা এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে মিটিং করার জন্য হাটহাজারী এলাকায় জমায়েত হবে। এ তথ্যের ভিত্তিতে আমরা অভিযানের প্রস্তুতি নেই। অভিযানে ওমর ফারুক র‍্যাবের হাতে ধরা পড়ে। এ সময় তার কাছ থেকে উগ্রবাদ বিষয়ক ১০টি পুস্তক এবং ৫৩টি লিফলেট জব্দ করা হয়।

তিনি আরও বলেন, ওমর ফারুক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের অধ্যাত্মিক নেতা জসিম উদ্দিন রহমানি ও তামিম আল আদনানীর বয়ান শুনে প্ররোচিত হয়। পরে ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে, বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে ও উগ্রপন্থী বিভিন্ন বই পড়ে জঙ্গীবাদে উদ্বুদ্ধ হয়। এক পর্যায়ে নিজেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য হিসেবে আত্মপ্রকাশ ঘটায়। তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে