চট্টগ্রামে খালে পড়া নারীকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

স্বাস্থ্য


চট্টগ্রামের কালুরঘাটে ওসমানিয়া খাল থেকে এক নারীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে বালুরটাল এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

কালুরঘাট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, সকালে ওসমানিয়া খালে এক নারীকে আটকে থাকতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে কালুরঘাট ফায়ার সার্ভিসের একটি দল এসে ওই নারীকে উদ্ধার করে।

আহত নারীর আনুমানিক বয়স ৬৫ বছর। তবে তিনি নিজের নাম-পরিচয় কিছুই জানাননি। এমনকি হাসপাতালেও ভর্তি হতে রাজি না। পরে তাকে গোসল করিয়ে, বুঝিয়ে-শুনিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন বলেন, তিনি খালে পড়ে গেছেন নাকি নিজে নেমেছেন কেউ বলতে পারছেন না। এমনকি তিনি নিজেও আমাদের কাছে কিছু বলছেন না।

বাংলাদেশ জার্নাল/এসকে