রাজধানীর পুরান ঢাকার চকবাজারে এক টিনের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় রাত সাড়ে ১২টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
জানা গেছে, রোববার রাত ১১টা ৩৮ মিনিটের দিকে চকবাজার আশিক টাওয়ারের পাশে ওই গোডাউনে আগুন লাগে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি এবং হতাহতের তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, আগুন লাগার খবরের মাত্র চার মিনিটের মাথায় চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের ব্যাপকতা বাড়ায় আরও দুইটি ইউনিট সেখানে যোগ দেয়।
বাংলাদেশ জার্নাল/কেএ