গুরুতর অভিযোগে ৪৫ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে পোল্যান্ড। বহিষ্কৃত কূটনীতিকরা পোল্যান্ডে গুপ্তচরবৃত্তি করছিলেন বলে অভিযোগ তুলেছে ওয়ার্শ।
বুধবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মারিউস কামিনস্কি বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী কামিনস্কি টুইটারে জানান, কূটনীতিকের ছদ্মবেশে থাকা ৪৫ রুশ গুপ্তচরকে বহিষ্কার করেছে পোল্যান্ড। আমরা আমাদের দেশে রাশিয়ান বিশেষ পরিষেবা নেটওয়ার্ক ভেঙে দিচ্ছি।
পোল্যান্ডে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই আন্দ্রেয়েভ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের পোল্যান্ড ছেড়ে যাওয়ার জন্য পাঁচ দিনের সময় দেয়া হয়েছে।
এ সময় এই ধরণের অভিযোগের কোনো ভিত্তি নেই বলেও দাবি করেন তিনি। রাশিয়ার প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়ার অধিকার আছে বলেও জানান সের্গেই আন্দ্রেয়েভ।
বাংলাদেশ জার্নাল/কেএ