গুদামে টিসিবির পণ্য, দোকানি গ্রেপ্তার

স্বাস্থ্য


গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকার মুদি দোকানির গুদাম থেকে রোববার রাতে টিসিবির পণ্য জব্দ করেছে পুলিশ। এসময় টিসিবির পণ্য মজুদ করার অপরাধে মো. শাহীন (৩৭) নামের এক দোকানিকে করা গ্রেপ্তার হয়েছে। এ ব্যাপারে রোববার রাতেই গাছা থানায় মামলা হয়েছে।

গ্রেপ্তার শাহীন, গাজীপুর মহানগরীর পূবাইল থানার হায়দরাবাদ এলাকার আজিজুল্লাহর ছেলে। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, রোববার রাতে কেউ ৯৯৯-নম্বরে কল করে জানায় বোর্ডবাজারস্থ এক দোকানির গোডাউনে টিসিবির তেল, চিনি ও ডাল মজুদ করা হয়েছে। পরে ৯৯৯ থেকে আমাদের বিষয়টি অবগত করা হলে রাতেই ওই গুদামে অভিযান অভিযান চালিয়ে ৯২ লিটার সয়াবিন তেল, ৯৯ কেজি চিনি ও ৯৮ কেজি ডাল জব্দ করা হয়। এ সময় দোকানের মালিক শাহীনকে আটক করা হয়।

এ ব্যাপারে গাছা থানায় মামলা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ জার্নাল/আরকে