গাজীপুরের মহনগরীতে পৃথক দুই স্থানে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় জয়দেবপুর কলাপট্টি ও রাতে মহানগরীর সালনা এলাকায় তারা ট্রেনে কাটা পড়েন।
নিহতদের মধ্যে জামাল উদ্দিন (৫০) ময়মনসিংহের গফরগাঁও থানার শোলাসিয়া গ্রামের সিরাজউদ্দিনের ছেলে ও অপরজন প্রায় ২৭ বছর বয়সী অজ্ঞাত যুবক।
জয়দেবপুর রেলওয়ে জংশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে জামাল উদ্দিন মহানগরীর জয়দেবপুর জংশনের উত্তরে আউটার সিগন্যাল কলাপট্টি এলাকায় রেলপথ পারাপারের সময় ঢাকাগামী ডেমো ট্রেনের নিচে কাটা পড়েন। আর রাত পৌণে ৯টার দিকে মহানগরীর সালনা এলাকায় রেলপথ পার হওয়ার সময় ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন অপর অজ্ঞাত যুবক। এতে তাদের দুইজনেরই মৃত্যু হয়।
আব্দুল মান্নান বলেন, রাতে লাশ দুইটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। রোববার তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
আরও পড়ুন-একমাত্র ছেলের হাতে মা খুন
বাংলাদেশ জার্নাল/আর