গাইবান্ধায় মাদক মামলায় একজনের আমৃত্যু কারাদণ্ড

স্বাস্থ্য


গাইবান্ধার গোবিনন্দগঞ্জে মাদক মামলায় সাজু মিয়া নামে এক ব্যক্তির আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

বুধবার দুপুরের দিকে সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ রায় দেন।

সাজু মিয়ার বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার বুজরুক বোয়ালিয়া গ্রামে। তিনি এলাকায় মাদকের গডফাদার হিসেবে পরিচিত। অপর আসামি সিরাজুল ইসলাম নির্দোষ প্রমাণিত হওয়ায় তাকে খালাস দিয়েছেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে ২৫ নভেম্বর রাতে গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের কুন্দ খালাশপুর গ্রামে অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবা ও ৬০ গ্রাম হেরোইনসহ সাজু মিয়াকে আটক করে পুলিশ। সেই সময় তার অন্য সহযোগীরা পালিয়ে যায়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় দুইজনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।

গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের পিপি ফারুক আহমেদ প্রিন্স বলেন, এ রায় মাদক কারবারিদের জন্য একটি দৃষ্টান্তমূলক শাস্তি। মাদক কারবারিদের বিরুদ্ধে আদালতের এমন ধারাবাহিক রায় সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।

বাংলাদেশ জার্নাল/এসকে