গর্তে জমে থাকা পানিতে পড়ে দুই বোনের মৃত্যু

স্বাস্থ্য


ময়মনসিংহের তারাকান্দায় টিউবওয়েলের পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার কাকনী ইউনিয়নের দুগাছি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- দুগাছি গ্রামের খাদেমুল হকের মেয়ে রৌজামনি (২) ও রুবেল মিয়ার মেয়ে সানজিদা আক্তার রাইসা (৩)। দুই শিশুর মৃত্যুতে দুই পরিবারে চলছে শোকের মাতম।

জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে চাচাত দুই বোন বাড়ির উঠানে খেলা করছিলো। কিছুক্ষণ পর লোকজনের অগোচরে বাড়ির টিউবওয়েলের পাশে গর্তে জমে থাকা পানিতে পড়ে যায় তারা। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের লাশ গর্তে ভেসে থাকতে দেখেন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে