গরুবোঝাই ভটভটি উল্টে ব্যবসায়ীর মৃত্যু

স্বাস্থ্য


নাটোরের গুরুদাসপুরে গরুবোঝাই ভটভটি (ট্রলি) উল্টে ফয়েজ উদ্দিন মোনা (৫৫) নামের একজন গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে হাটিকুমরুল মহাসড়কের পার্শ্ব রাস্তায় নয়াবাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গুরুদাসপুরের পাঁচশিশা এলাকা থেকে গরুভর্তি একটি ভটভটিতে চাঁন্দাইকোনা হাটে যাচ্ছিলেন গরু ব্যবসায়ী ফয়েজ উদ্দিন মোনা। পথে মধ্যে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের পার্শ্ব রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি।

এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায় গরু ব্যবসায়ী ফয়েজ উদ্দিন মোনা। তিনি উপজেলার পাঁচশিশা গ্রামের মৃত গুল মাহমুদের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ওসি কেরামত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত গরু ব্যাবসায়ীর পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে