লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান বলেছেন, গত সাত বছর থেকে প্রধানমন্ত্রীর সৌজন্যে রামগঞ্জে দরিদ্রদের মাঝে শীতের সময় শীতবস্ত্র, ঈদের সময় ঈদসামগ্রীসহ শাড়ি-লুঙ্গি, রমজানে ইফতারসমাগ্রী বিতরণ করে আসছি। নিজ উদ্যোগে প্রায় ৩০ কোটি টাকা খরচ করে স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, মাদ্রাসা, এতিমখানাসহ অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করার চেষ্টা করেছি।
তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করে সবসময় গরীব দুঃখী অসহায় মানুষের পাশে থাকতে চাই।
শুক্রবার রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের সামনে ইফতারসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. আনোয়ার হোসেন খান আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন সৈনিক হিসেবে এ অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও করবো। আমি আওয়ামী লীগের বিভিন্ন স্থরের নেতাকর্মীদের দুর্দিনে নানাভাবে সহযোগিতা করেছি। স্থানীয় মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক গড়ে উঠেছে। সবসময় দলমত নির্বিশেষে এলাকার মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি।
কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্যা।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম. রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বেলাল আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক সৈকত মাহমুদ সামছু, পৌর যুবলীগের আহ্বায়ক ও প্যানেল মেয়র মামুন আকন্দ, ভাদুর ইউসিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ হোসেন, বিআরডিবি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভুইয়া সুমন, উপজেলা ছাত্রলীগ সভাপতি কামরুল হাসান ফায়সাল মাল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ, পৌর ছাত্রলীগের আহ্বায়ক মিলন আটিয়া, যুগ্ম আহ্বায়ক অপু মালসহ স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাসহ অন্যান্যরা।
বাংলাদেশ জার্নাল/এসকে