গাজীপুর সিটি কর্পোরেশনের উত্তর সালনা এলাকায় গজারি বন থেকে হাত-পা বাঁধা ও গাছে ঝুলন্ত অবস্থায় আরিফ (৩১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে লাশটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। আরি ঢাকার বনানীর কড়াইল এলাকার আসলাম সরদারের ছেলে।
গাজীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন জানান, উত্তর সালনা এলাকায় শুক্রবার সকালে গজারি বনের ভেতর হাত-পা বাঁধা এবং গলায় ফাঁস লাগানো গাছে ঝুলন্ত অবস্থায় আরিফের লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে তারা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার এবং তার পরিচয় শনাক্ত করে।
পরে ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এসআই আল আমিন।
গাজীপুর সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, আরিফ একজন দিনমজুর। একদিন আগে তিনি কড়াইল বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন।
বাংলাদেশ জার্নাল/এসকে