মানবাধিকার গ্রুপগুলো সতর্ক করে বলেছে যে, আফগানিস্তানের ৯০ শতাংশ পরিবারে পর্যাপ্ত খাবারের সরবরাহ নেই। দেশটির পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।
বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
চলতি সপ্তাহে আফগান কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, বছরের শুরু থেকে এ পর্যন্ত অপুষ্টিতে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে কয়েক ডজন শিশুর মৃত্যু হয়েছে। তবে তথ্য সংগ্রহের ঘাটতির কারণে এসব মৃত্যু নথিভূক্ত হয়নি।
ত্রাণ সংস্থাগুলো দ্য টেলিগ্রাফ অনলাইনকে জানায়, পরিস্থিতি অনেকটাই বিবর্ণ; কারণ (আফগানিস্তানের) অর্থনীতি হুমকির মুখে রয়েছে। দেশব্যাপী ক্ষুধার্ত মানুষের সংখ্যা বেড়েছে ছয়গুণ। সেইসঙ্গে ভেঙ্গে পড়ছে স্বাস্থ্য ব্যবস্থাও।
তারা বলছেন, এটা এমন এক পরিস্থিতি, যা হস্তক্ষেপ ছাড়া আরও খারাপের দিকে যেতে পারে।
বাংলাদেশ জার্নাল/ টিটি