কোটি টাকার জমি দখল নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

স্বাস্থ্য


জামালপুর শহরের স্টেশন ব্যবসায়ী রোডে একটি পরিবারকে বসতভিটা থেকে উচ্ছেদ করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে ব্যবসায়ী আশরাফুল ইসলাম মামীমের বিরুদ্ধে।

বুধবার বেলা ১২টার দিকে জামালপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন জামালপুর শহরের স্টেশন রোডের বাসিন্দা এ কে এম নুরুল ইসলাম খোকনের মেয়ে শাহরিয়ার পারভীন সোমা।

অপরদিকে আশরাফুল ইসলাম মামীম পাল্টা সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে আনিত অভিযোগ ষড়যন্ত্রমূলক মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোমা বলেন, ২০১৩, ২০১৪ ও ২০১৬ সালে কয়েক ধাপে ব্যবসায়ী আশরাফুল ইসলাম মামীমের কাছে শহরের স্টেশন রোডের ১৪.৮০ শতাংশ জমি বিক্রি করেন তিনি ও তার চাচাতো ভাই। এই জমি বিক্রির পর অবশিষ্ট জমিতে বসবাস করে আসছিলেন তিনি ও তার পরিবার। হঠাৎ ৪ বছর আগে রাতের আঁধারে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে কোটি টাকা মূল্যের বাকি জায়গাটুকু দখল করে নেন মামীম ও তার সহযোগীরা।

তিনি বলেন, এরপর অনেক জায়গায় এই বিষয়ে বিচার দেয়া হলেও কোনো সুরাহা পাওয়া যায়নি। মামীম ও তার সহযোগীরা কোনো জায়গায় জমির দলিল দেখায়নি। জোরপূর্বক সেই জায়গায় এখন ভবন নির্মাণের কাজ শুরু করেছেন মামীম।

এই জমি পুনরুদ্ধারে সরকারের কাছে আইনি সহায়তাসহ সার্বিক সহায়তা চেয়েছেন শাহরিয়ার পারভীন সোমা।

বুধবার সন্ধায় পাল্টা সংবাদ সম্মেলন করে আশরাফুল ইসলাম মামীম বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। ২০১৩, ২০১৪ ও ২০১৬ সালে আমি জমিগুলো ক্রয় করি। আমার কাছে সব দলিলপত্র রয়েছে। এই ক্রয়কৃত জমিতেই দীর্ঘদিন যাবৎ ব্যবসা পরিচালনা করে আসছি।

তিনি বলেন, এখন বিভিন্ন স্থানে অভিযোগ করলেও জমির দলিল উপস্থাপন না করে মনগড়া অভিযোগ করছে। ৬ বছর পর ভোগ দখলীয় জমি নিয়ে উচ্ছেদের মিথ্যা অভিযোগ করা হচ্ছে আমার ব্যবসায়িক ও সামাজিক সুনাম ক্ষুণ্ণ করার জন্য, যা একেবারেই মিথ্যা বানোয়াট ভিত্তিহীন। নিজের সন্মানহানি করার অভিযোগ তুলে ওই নারীর বিচার দাবি করেন এই ব্যবসায়ী।

বাংলাদেশ জার্নাল/এসকে