গ্রাহক পর্যায়ে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণের সুদহার ৬ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সরকার এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) যৌথ অর্থায়নে পরিচালিত সেকেন্ড স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রজেক্ট (এসএমইডিপি-২) শীর্ষক পুনঃঅর্থায়ন তহবিল থেকে বিতরণ করা ঋণের ক্ষেত্রে এই সুদ নিতে হবে বলে জানা গেছে।
বাংলাদেশ জার্নাল/এমএম