কিয়েভে হামলায় ফক্স নিউজের সাংবাদিক নিহত

স্বাস্থ্য


যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ফক্স নিউজের ফটোসাংবাদিক নিহত হয়েছেন ইউক্রেনে। রাজধানী কিয়েভে এক হামলায় পিয়েরে জাকর্জেভস্কি নামের ওই সাংবাদিক নিহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

একই ঘটনায় নিহত পিয়েরে জাকর্জেভস্কির সহকর্মী ব্রিটিশ সাংবাদিক বেঞ্জামিন হল আহত হয়েছেন।

গত সোমবার যুদ্ধের সংবাদ সংগ্রহের জন্য যাচ্ছিলেন তারা। এসময় কিয়েভ থেকে ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে হোরেনকায় জাকর্জেভস্কির গাড়িটি গোলাগুলির মধ্যে পড়ে যায়। এতে তার গাড়িটিতে আগুন লাগে। এসময় নিহত হন জাকর্জেভস্কি। এ ঘটনায় আহত ৩৯ বছর বয়সী সাংবাদিক বেঞ্জামিন হল হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার এক খোলা চিঠিতে ফক্স নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা সুজান স্কট বলেন, জাকর্জেভস্কি যুদ্ধের ছবি তুলতেন। ফক্স নিউজের জন্য ইরাক ও আফগানিস্তান থেকে শুরু করে সিরিয়াসহ প্রায় প্রতিটি আন্তর্জাতিক ঘটনার ছবি তুলেছেন। একজন সাংবাদিক হিসেবে তার নিষ্ঠা ও মেধা ছিল অতুলনীয়।

এদিকে রুশ সেনাদের কামানের গোলায় গাড়ি আগুন লেগে ওলেক্সান্দ্রা কুভশিনোভা নামের ইউক্রেনের এক সাংবাদিকও নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো।

এর আগে গত রোববার ইরপিন শহরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আরেক সাংবাদিক ব্রেন্ট রেনড (৫২) নিহত হন। ইরপিন শহরের কাছে একটি গাড়ি লক্ষ্য করে রুশ বাহিনী গুলিবর্ষণ করলে এ মার্কিন সাংবাদিক গুলিবিদ্ধ হন। একই ঘটনায় ব্রেন্টের সঙ্গে হুয়ান আরেডন্ডো নামে আরেক মার্কিন ফটোসাংবাদিক আহত হন।

বাংলাদেশ জার্নাল/পিএল