নাশকতার অভিযোগে এবার ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ১২৭ জনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খবর বিবিসির।
কিয়েভের সেনা দপ্তরের প্রধান মিকোলা জিরনভ জানিয়েছেন, রাজধানী কিয়েভ থেকে রুশপন্থী ১২৭ জন নাশকতাকারীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে অনুপ্রবেশকারী আছে ১৪ জন।
তিনি আরও বলেন, রুশপন্থীদের আটক করতে সড়কের তল্লাশিচৌকিগুলো প্রধান ভূমিকা পালন করছে। তাদের বিরুদ্ধে নাশকতা ও অনুপ্রবেশের অভিযোগ অনেক অভিযোগ রয়েছে।
ইউক্রেনের কাছে দীর্ঘ সময় প্রতরক্ষা ও টিকে থাকার জন্য খাদ্যদ্রব্য মজুদ আছে বলেও উল্লেখ করেন জিরনভ। তিনি জানান, কিয়েভের অভ্যন্তরে ৬৩৫টি দোকান ও ৩৫টি বিপণিবিতান সর্বদা খোলা রয়েছে।
ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই দেশটির রাজধানী কিয়েভ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে ক্রমাগত বোমা হামলা সহ অভিযান চালিয়ে যাচ্ছে রাশিয়া। যুদ্ধ বন্ধে দুই দেশের মধ্যে এ পর্যন্ত কয়েক দফা আলোচনা হলেও ফলপ্রসূ হয়নি সেসব আলোচনা।
বাংলাদেশ জার্নাল/এসএস