কিশোরগঞ্জের কুলিয়ারচরে মালবাহী পিকআপ ভ্যান চাপায় সিএনজি চালিত অটোরিকশা চালকসহ দুই জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে আরও ছয়জন।
বৃহস্পতিবার দিবাগত রাতে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে চালক মারা যান। এবং শুক্রবার বেলা ১১টায় মারা যান আরও একজন।
এর আগে সন্ধ্যায় উপজেলার তারাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটোরিকশা চালক মো. সৌরভ মিয়া (২০) কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের মাছিমপুর গ্রামের মাসুম ভূঁইয়ার ছেলে ও একই ইউনিয়নের চরকামালপুর এলাকার তাজুল ইসলামের ছেলে মো. রবিন মিয়া (২৫)।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারের সময় পাঁচ যাত্রী অটোরিকশায় বাজিতপুর থেকে কুলিয়ারচর যাচ্ছিল। অটোরিকশাটি তারাকান্দি এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা মালবোঝাই একটি পিকআপভ্যান তাদের চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমরে-মুচরে যায়।
এলাকাবাসী চালকসহ ছয়জনকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থা গুরুতর হওয়ায় চারজনকে আশংকাজনক অবস্থায় বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন থেকে বৃহস্পতিবার দিবাগত রাতে চালক সৌরভ ও শুক্রবার বেলা ১১টার দিকে যাত্রী রবিন মারা যান।
বিষয়টি নিশ্চিত করে ভৈরব হাইওয়ে থানার সার্জন মাহাবুব হাসান জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে পিকআপ ভ্যান চালক ও তার সহকারী ঘটনার পর পালিয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বাংলাদেশ জার্নাল/কেএ