কিশোরগঞ্জে লরির ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

স্বাস্থ্য


কিশোরগঞ্জে তেলবাহী লরির ধাক্কায় ছোটন (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার সন্ধ্যায় সদর উপজেলার চৌদ্দশত বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছোটন কিশোরগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র ও সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের লওনা গ্রামের কাছুম আলীরপুত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইফতারের পর সংযোগ সড়ক দিয়ে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের চৌদ্দশত বাজারের রাস্তায় মোটরসাইকেল নিয়ে উঠার সময় একটি তেলবাহী লরি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ছোটনের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ জার্নাল/কেএ