কাশিমপুর কারাগারের এক নাইজেরিয়ান নারী বন্দীর মৃত্যু

স্বাস্থ্য


গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের নাইজেরিয়ান এক নারী বন্দী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে মারা গেছেন।

নিহত বন্দি চিদিম্মা আবেলফ (২৬) ঢাকার রূপগঞ্জে বসবাস করতেন। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে তার হাজতি নম্বর ১৫৮/২২।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, বুধবার তিনি কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে কারাগার থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে তিনি মারা যান। তিনি দিয়াবেটিস কেফ্যাসিডোনিন ইউথ ডমিটিং রোগে আক্রান্ত ছিলেন।

নাইজেরিয়ান ওই তরুণীর বিরুদ্ধে দক্ষিণখান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছিল। ওই মামলায় গ্রেপ্তারের পর আদালতের মাধমে তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ জার্নাল/এসএস